সেরা ভ্যাট প্রদানকারী ৯ প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

২০২০-২১ অর্থবছরে সেরা ভ্যাট প্রদানকারী হিসেবে ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এ উপলক্ষে মত বিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননাপত্র ও ট্রফি তুলে দিয়েছেন অতিথিরা।

সম্মাননা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে উৎপাদন খাতে তিনটি – এরিস্টো ফার্মা, স্কয়ার টললেট্রিজ লিমিটেড ও মেসার্স মায়া বিড়ি ফ্যাক্টরি, ব্যবসা খাতে – এসএম মটরস, এসকো বাজাস ইন্টারন্যাশনাল ও ম্যাপস ইউনিয়ন মটরস লিমিটেড এবং সেবা খাতের মধ্যে রয়েছে ইডটকো বাংলাদেশ লিমিটেড, রে-অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেড ও রবার্ট বস বাংলাদেশ লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের ভ্যাট প্রদান করতে হবে।