
সম্প্রতি “গুনিন” নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। আগস্টের মাঝামাঝি ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে বলে জানা যায়। এ ছবিতে রাবেয়া নামে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এখনো আনুষ্ঠানিক কোনো চুক্তি না হলেও পরিচালকের সঙ্গে মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে ফারিয়ার।
গল্পটি প্রায় ৫০ বছর আগের দিনের কথা নিয়ে সাজানো হয়েছে। তখনকার রক্ষণশীল গ্রামীণ সমাজের মুসলমান এবং সাধারন একজন নারী রাবেয়া। এ রকম চরিত্র আগে করা হয়নি ফারিয়ার।
ফারিয়া বলেন, ‘এ কাজ নিয়ে প্রায় দুই মাস ধরে সেলিম ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে। গল্পটি খুব সুন্দর তাছাড়া রাবেয়া চরিত্রটিও আমার বেশ পছন্দ হয়েছে।’
এছাড়া আরো জানা যায়, এ সিনেমাটিতে ফারিয়ার বিপরীতে অভিন্য করেবেন সুদর্শন অভিনেতা রাজ।
পরিচালক গিয়াসউদ্দিন সেলিম জানান, গুনিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জন্য তৈরি হবে। তাঁদের সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত। তিনি বলেন, ‘চরকির সঙ্গে চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গেই শিল্পীদের সঙ্গে চুক্তি সেরে ফেলব।’
রাবেয়া চরিত্রের নুসরাত ফারিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন অভিনয়শিল্পীকে নানা রকম চরিত্রে অভিনয় করতে হবে। যদিও চরিত্রটি ফারিয়ার জন্য নতুন, তারপরও চরিত্রটি তাকে দিয়ে করানো যাবে, সে পারবে।’
গুনিন-এর চিত্রনাট্য তৈরি হচ্ছে হাসান আজিজুল হকের একই নামের ছোটগল্প থেকে।