
বিনোদন ডেস্ক : পপ তারকা সেলেনা গোমেজ। অনেকদিন ধরেই লুপাস রোগে আক্রান্ত। এ কারণে তার কিডনি প্রতিস্থাপন করতে হয়েছে। আর কিডনি দিয়ে তাকে সাহায্য করেছেন তার বন্ধু টিভি অভিনেত্রী ফ্র্যান্সিয়া রাইসা। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এ তথ্যগুলো জানান সেলেনা।
ইনস্টাগ্রাম পোস্টে এ জন্য বন্ধুর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন এ গায়িকা। এছাড়া তিনি জানান, রোগের কারণেই এই গ্রীষ্মে নির্মিত তার মিউজিক ভিডিওর কোনো প্রচারণা করেননি তিনি। তবে সব কিছু কাটিয়ে এখন তিনি সেরে উঠছেন।
সেলেনার এই পুরো বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র। তবে কোন হাসপাতাল এবং কখন তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু ইনস্টাগ্রাম পোস্টে জানাননি গোমেজ। তার মুখপাত্রও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
লুপাস রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি সর্বপ্রথম সেলেনা প্রকাশ করেন ২০১৫ সালে। এরপর হতাশা, দুশ্চিন্তা এবং রোগের কারণে গত বছর সাময়িকভাবে ছুটিতে যান এ গায়িকা।
লুপাস রোগের বিষয়ে চিকিৎসক ডেভিড ক্লাসেন জানান, লুপাস একটি অটোইমিউন রোগ, যেখানে শরীর ভুলক্রমে নিজের টিস্যুকে, মাঝে মাঝে কিডনিতেও আক্রমন করে। সুস্থ শরীরের জন্য একটি কিডনি প্রয়োজন। একটি কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে এ সমস্যা সমাধান সম্ভব।
গোমেজের বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘কম বয়সি মেয়েদের লুপাস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে, আর কম বয়সি মেয়েদের বয়স্ক নারীদের তুলনায় কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভবনাও বেশি, সুতরাং আশা করছি সেলেনা দ্রুত সেরে উঠবেন।’ অস্ত্রোপচারের পর লুপাস রোগে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই বলে জানান ক্লাসেন।