সোরিয়াসিস রোগে করণীয়

সোরিয়াসিস এমন একটি রোগ, যা পুরোপুরি সেরে যায় না। কিন্তু এ রোগ নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব। আক্রান্ত স্থানের ওপর বিভিন্ন ধরনের মলম ও ক্রিম লাগাতে বলা হয়। খাওয়ার কিছু ওষুধ এই রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে অবশ্যই এসব ওষুধ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খেতে হবে। সোরিয়াসিস ত্বকের দীর্ঘমেয়াদি সমস্যা।

যে খাবার সোরিয়াসিস বাড়ায়: মাংস (গরু, খাসি, ফার্মের মুরগি, হাঁস), দুগ্ধজাতীয় খাবার, রিফাইনড সুগার ইত্যাদি সোরিয়াসিসের প্রকোপ বাড়াতে পারে। ধূমপান ও মদ্যপানের কারণেও এ রোগ বাড়তে পারে। সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়। তবে পরিবারে সোরিয়াসিসের ইতিহাস থাকলে ঝুঁকি থাকে।

সরাসরি সূর্যালোক ও শুষ্ক ত্বক সোরিয়াসিস রোগীর জন্য ক্ষতিকর। তাই সরাসরি রোদে অনেকক্ষণ থাকা যাবে না। ত্বক আর্দ্র রাখতে হবে। রোগ যত পুরোনো হয়, ততই পরিস্থিতি জটিল হতে থাকে। তাই দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

রোগীর ঘরোয়া যত্ন: রোগের প্রকোপ যাতে না বাড়ে, সে জন্য বেশি গোসল, সাবান ব্যবহার থেকে বিরত থাকতে হবে। তৈলাক্ত জিনিস ঘন ঘন ব্যবহার করা যেতে পারে। নারকেল তেল, অলিভ অয়েল বা ভেসলিন ব্যবহার করা যায়। এগুলো ব্যবহার করলে এই রোগ বাড়বে না। তাছাড়া আলট্রাভায়োলেট রশ্মি দিয়েও এর চিকিৎসা করা হয়।

এ রোগের কারণে প্রায়ই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন রোগীরা। তাই কাউন্সেলিংয়ের প্রয়োজন পড়ে।