‘সে প্রতিশ্রুতি দিয়েছে… সে প্রতিশ্রুতি কখনও ভাঙে না’

ঢাকাই সিনেমার অগ্নিকন্যা খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহিকে প্রতিশ্রুতি মাহিকে দিয়েছেন তার স্বামী। সম্প্রতি মাহি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন তথ্যই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। মাহি স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশন জুড়ে দেন। ক্যাপশনে মাহি লেখেন, ‘সে প্রতিশ্রুতি দিয়েছে… সে প্রতিশ্রুতি কখনও ভাঙে না। আমাকে ছাড়া ভাত খাওয়া যাবে না। তাই তো রাকিব সরকার? বলেন মাশাআল্লাহ…।’

মাহির ওই পোস্টে তার স্বামী রাকিব সরকার মন্তব্য করেছেন, ‘আমি কখনোই আমার প্রতিশ্রুতি ভঙ্গ করব না এবং এটাও প্রতিশ্রুতির একটি অংশ। যদিও প্রতিশ্রুতিদাতা সবসময় ভেঙে ফেলে তার…।’

গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। এর আগে গত বছরের ২৩ মে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পাঁচ বছরের সংসারজীবনের ইতি টানেন মাহি।