আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া থেকে সৈন্য হ্রাস করার ঘোষণা দিয়েছে রাশিয়া।
প্রথমেই সরিয়ে নেওয়া হবে একটি বিমানবাহী রণতরী গ্রুপ। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস শুক্রবার এ খবর জানায়।
রুশ সশস্ত্রবাহিনী প্রধান জেনারেল ভ্যালেরি গ্রাসিমভ বলেছেন, রুশ রণতরী অ্যাডমিরাল কুজনেতসোভের নেতৃত্বে কয়েকটি যুদ্ধ জাহাজ প্রথমেই সংঘাতপূর্ণ এলাকা ছেড়ে চলে যাবে। তবে এটা পরিস্কার নয় যে, কুজনেতসোভের যুদ্ধ বিমানগুলো রণতরীর সঙ্গে সিরিযার লাতাকিয়া অঞ্চল ছেড়ে চলে যাবে কি না।
সিরিয়াব্যাপী অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পেক্ষাপটে প্রাথমিকভাবে সৈন্য প্রত্যাহার শুরু হয়। জাতিসংঘ জানায়, রাশিয়া, তুরস্ক ও সিরিয়া সরকার ছাড়াও ইরান ও সিরিয়া বিদ্রোহীরা আলোচনায় বসে এই অস্ত্রবিরতিতে পৌঁছে।