
মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ- নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ইটভাটার খালে পড়ে মোনালিসা (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোনালিসা একই এলাকার মোতালেব হোসেনের ছেলে ও স্থানীয় আনন্দ নিকেতন স্কুলের শিশু শ্রেণির ছাত্রী।
উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান জানান, মোনালিসা বিকেলে ধান কুড়াতে গ্রামের ইটভাটার পাশের মাঠে যায়।
এসময় ইটভাটার মাটি কাটার জন্য সৃিষ্ট হওয়া গর্তে সে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিশুটির পরিবার তাকে না পেয়ে অনেক খোজাখুজির পর এক পর্যায়ে ওই গর্তে তার লাশ পড়ে থাকতে দেখে।