
মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ-নীলফামারীর সৈয়দপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসুচীর ১০ টাকা কেজি দরের চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগে একজনের ডিলারশীপ বাতিল হয়েছে। মঙ্গলবার(২২ই নভেম্বর) উপজেলা ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা- আবু ছালেহ মো. মুসা জঙ্গী চাল বিতরণে নির্ধারিত পরিমানের চেয়ে ওজনে কম দেবার অভিযোগের সত্যতা পেয়ে উক্ত ডিলারের ডিলারশীপ বাতিল করেন।
প্রত্যেক্ষদর্শীরা জানান, সৈয়দপুর উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের ৫ নম্বর ও ৬ নম্বর আংশিক ওয়ার্ডের ৪৬৮ জন সুবিধাভোগীর মধ্যে ১০ টাকা কেজির চাল বিতরণের জন্য মো. আব্দুল মালেক কে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাই তিনি সুবিধাভোগীদের মধ্যে চলতি নভেম্বর মাসের চাল বিতরণের জন্য গতকাল সোমবার সৈয়দপুর খাদ্য গুদাম থেকে ১৪ টন ৪০ কেজি চাল উত্তোলন করে মঙ্গলবার যথাসময়ে চাল বিতরণও শুরু করে দেন।
কিন্তু চাল বিতরণকালে ডিলার আব্দুল মালেক সুবিধাভোগীদের এক থেকে দুই কেজি করে চাল ওজনে কম দিচ্ছিলেন এমন অভিযোগ পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা- আবু ছালেহ মো. মুসা জঙ্গী তাৎক্ষনিক সরেজমিনে ওই ডিলারের বিতরনের স্হলে ছুটে যান।
এ সময় তিনি সুবিধাভোগীদের সাথে কথা বলে ওজনে চাল কম দেওয়ার সত্যতা পেয়েও যান ।
এ ছাড়াও সরকারীভাবে সরবরাহকৃত ৩০ কেজি ৩০০ গ্রাম ওজনের প্রতিটি চালের বস্তা মেশিনের সেলাই থাকার কথা থাকলেও সেগুলোতে হাতের সেলাই দেওয়া অবস্থায় দেখতে পান নির্বাহী কর্মকর্তা।তিনি সে বিষয় ডিলার মালেকের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিলার কোনো প্রকার সঠিক উত্তর দিতে না পারায় পরবর্তীতে ওই দুই অভিযোগের ভিত্তিতে ডিলার আব্দুল মালেকের চাল বিতরণ স্থগিত করে দেয়া হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা- আবু ছালেহ মো. মুসা জঙ্গী জানান, ওই ডিলারে বিরুদ্ধে সুবিধাভোগীদের ওজনে চাল কম দেওয়ার অভিযোগ পেয়ে তাৎক্ষনিক সেখানে গিয়ে অনিয়মের সত্যতা পাওয়া যায়।এবং অবিক্রিত চালের বস্তা গুলোর মুখ এলোমেলো ভাবে সেলাই করা দেখতে পেয়ে ডিলার আব্দুল মালেকের ডিলারশীপ বাতিল করা হয়েছে।
তিনি আরো জানান, আব্দুল মালেকের পরিবর্তে সেখানে নতুন ডিলার নিয়োগ করা হবে। আর ওই ইউনিয়নের অন্য কোন ডিলারের মাধ্যমে বাকী সুবিধাভোগীদের মধ্যেও যথাসময়ে চাল বিতরণ শেষ করা হবে।