মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃঃ- অটো রাইস মিলের বেল্টের আঘাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুরে মনোয়ারা বেগম (৫০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত মনোয়ারা একই ইউনিয়নের নিজবাড়ি গ্রামের গোলজার হোসেনের স্ত্রী।
কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম জানান, বড়াইবাড়ি নামকস্থানে আফজাল অটো রাইস মিলে কাজ করতেন মনোয়ারা। মঙ্গলবার দুপুরে কাজ করা সময় মিলের বেল্ট হঠাৎ ছিঁড়ে গিয়ে তা মনোয়ারার শরীরে লাগে। এতে তিনি আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েন। মিলের লোকজন তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার কিছুক্ষনের মধ্যেই মারা যান তিনি।