মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি : আজ মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরের কয়ানিজপাড়াস্থ ইউনিকেয়ার গিফট ফাউন্ডেশন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা স্থানীয় রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিকেয়ার গিফট ফাউন্ডেশন’র প্রোগ্রাম ম্যানেজার তামান্না রেজা। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিকেয়ার গিফট ফাউন্ডেশন সিনিয়র কন্সানটেন্ট ফখরুল আমান ফয়সাল, সৈয়দপুর অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি শেখ রোবায়াতুর রহমান, সৈয়দপুর সরকারি কারিগরী বিদ্যালয়ের আব: শিক্ষক তৈয়ব উদ্দিন আহম্মেদ, রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাজিয়া বেগম ও দৈনিক প্রথম আলো পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু প্রমূখ। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংগ্রহনকারী বিজয়ী প্রতিবন্ধি বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
পরে শেখ রোবায়াতুর রহমান, একুশী ও এম আর টুটুলের নেত্রীত্বে প্রতিবন্ধি বাচ্চাদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।