সৈয়দপুরে গাঁজাসহ ব্যবসায়ী আটক

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি ॥ গাঁজাসহ আমানত আজাদ (২৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। আটক গাঁজা ব্যবসায়ী সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার আসলামের ছেলে।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, সৈয়দপুর শহরের ফাইভ স্টার মাঠে প্রকাশ্যে মাদক বিক্রির সময় থানার এসআই আব্দুল হাকিম ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দাযের করা হয়েছে।