সৈয়দপুরে গাঁজা সেবী ও জুয়াড়ি সহ ৯জনের জরিমানা

মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ-নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্যে গাঁজা  সেবন ও জুয়া খেলার দায়ে ৯ ব্যক্তিকে পৃথক-পৃথক  অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবু ছালেহ মো. মুসা জঙ্গী ওই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেনঃ- সাজিদ আলী (৩২), হায়দার আলী (২৭), নাসিম(২৫), রাজু (২৫), শান্ত (২৪), আনিস (২৫), জাহাঙ্গীর আলম (২৩),মোতাহার আলী (২৪) ও আরমান (৩৫)। এদের মোতাহার ও আরমানকে  জুয়া খেলা এবং বাকিদের প্রকাশ্যে গাঁজা সেবন করার অভিযোগে এই জরিমানা করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, সৈয়দপুর থানার পুলিশ রোববার শহরের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সেবন এবং জুয়া খেলা অবস্থায় এই ৯জনকে হাতেনাতে আটক করেন। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক গাঁজা সেবন করার দায়ে ৭জনের প্রত্যেকের ২ হাজার টাকা করে  এবং জুয়ার খেলার অভিযোগে ২ ব্যক্তির এক শত টাকা করে জরিমানা করা হয়।
সৈয়দপুর থানারওসি আমিরুল ইসলাম ঘটনার  বিষয়টি নিশ্চিত করেছেন।