সৈয়দপুরে-তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজাদের পিটুনিতে চাচার মৃত্যু!!

মাদকাসেবী ছেলেকে হত্যা করলো বাবা

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ– নীলফামারীর সৈয়দপুরে ভাতিজাদের পিটুনিতে আহত চাচা শমসের আলী (৬০) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে।
আজ রবিবার সকালে তার মৃত্যু হয়।
জানা গেছে,সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামে বাড়ির ল্যাট্ট্রিনের ময়লা পরিস্কার করাকে কেন্দ্র করে চাচা শমসের আলীর সঙ্গে ভাতিজা হায়দার আলী, কালাম, শাকিল ও সালামের কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে চাচা শমসের আলী গুরুতর আহত হন।পরে তাকে সৈয়দপুর ১শ শয্যা হাসপাতালে ভর্তি করার তিন দিনের মাথায় আজ রবিবার হাসপাতালেই তিনি মারা যায়।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।