
মহিনূল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী ॥ নীলফামারীর সৈয়দপুর শহরের জসিম বাজার এলাকায় দিনে-দুপুরে জোড়াখুনের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে। ওই এলাকার একটি দুই রুমের বাসায় প্রায় ৪০ বছর বয়সী এক পুরুষকে এবং প্রায় ২০ বছর বয়সী এক যুবতীকে কে বা কারা ছোরা দিয়ে জবাই করে হত্যা করে ফেলে রেখে গেছে তা কেহই বলতে পারছেনা।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে বারটা নাগাদ এ ঘটনা ঘটে থাকতে পারে এলাকাবাসীর ধারণা ।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, এলাকার জনৈক ডাঃ তৌফিক ইমামের দুই রুমের ওই বাসাটি দেড় থেকে দুই মাস আগে সিবলী সাদিক নামের এক ব্যক্তি ভাড়া নেন। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। তিনি একটি পেট্রোল পাম্পে কাজ করেন বলে জানান বাড়ির মালিকের স্ত্রী নাদিরা আক্তার। এলাকার মানুষের সাথে তাদের তেমন কোন যোগাযোগ ছিলনা। এদিকে বুধবার দুপুরে ওই বাড়িতেই এ নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে।
দুপুর ১টার দিকে ভাড়াটিয়া সিবলী সাদিকের স্ত্রী তার বাড়িতে খুন হয়েছে বলে এলাকায় চিৎকার করে শিশু সন্তান নিয়ে গা ঢাকা দেন। পরে এলাকাবাসী এসে ঘরের বিছানায় ওপরে অজ্ঞাত ওই যুবতীর এবং ঘরের বাইরে অজ্ঞাত ওই পুরুষের লাশ পরে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ এবং পরে পুলিশ সুপার জাকির হোসেন খান ঘটনাস্থলে উপস্থিত হন। এখবর লেখা পর্যন্ত পুলিশ এবং সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছিলেন। হত্যার কাজে ব্যবহৃত ছোঁরা ২টি লাশের পাশেই পরে থাকতে দেখা গেছে। এলাকাবাসীর ধারনা অসামাজিক কার্যকলাপের ঘটনাকে কেন্দ্র করেই এ খুনের ঘটনা ঘটতে পারে?
সৈয়দপুর থানার ওসি মো: শাহজাহান পাশা জানান, হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।