
আল-আমিন,নীলফামারী: ইজারা বিজ্ঞপ্তি দেওয়াকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুরে পৌরসভা ও সবজি ব্যবসায়ীদের মধ্যে শুরু হয়েছে বিরোধ। গতকাল বুধবার দোকান বন্ধ রেখে পৌর মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদসভা করেছেন ব্যবসায়ীরা।
স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত প্রতিবাদসভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর মরহুম আখতার হোসেন বাদল পৌর আধুনিক সবজি বাজারের সভাপতি মো. জয়নাল । এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ শেখ, সহ-সধারণ সম্পাদক মো. লাল্লু প্রমূখ।

বক্তারা বলেন, ২০০৫ সাল থেকে আমরা এখানে ব্যবসা করছি। এর আগে রেললাইনের ওপর ঝুঁকি নিয়ে ব্যবসা করতাম। সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল আমাদের রেললাইন থেকে এনে এখানে পূনর্বাসন করেছেন। সেই থেকে আমরা নিয়মিত পৌরকর পরিশোধ করে আসছি। কিন্তু বর্তমান পৌর মেয়র রাফিকা আকতার জাহান গত মঙ্গলবার এ মার্কেটের ১২২ টি দোকানের ইজারা বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তিতে দোকানেভেদে এক লাখ ৫০ হাজার ও দুই লাখ টকা উল্লেখ করা হয়েছে। সেখানে আমরা যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছি তাদের অগ্রাধিকারের বিষয়টিও উল্লেখ করা হয়নি।

জানতে চাইলে সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, আইন মেনে দোকান বরাদ্দ নিয়েই ব্যবসা করতে হবে। তবে আগে থেকে এখানে যাঁরা ব্যবসা করছেন তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।