সৈয়দপুরে সন্ত্রাস ও সামাজিক মুল্যবোধের অবক্ষয় বিরোধী গণসমাবেশ

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ- নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুরে ‘সন্ত্রাস ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়’ বিরোধী এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) রাতে অনুষ্ঠানটির আয়োজন করে স্থানীয় সচেতন নাগরিকদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন কামারপুকুর নাগরিক ফোরাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা- আবু সালেহ মোঃ মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি সৈয়দপুর সার্কেল মোঃ জিয়াউর রহমান, সৈয়দপুর থানার ওসি-সৈয়দ আমীরুল ইসলাম, কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, কামারপুকুর নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এমদাদুল মিল্টন প্রমুখ। এছাড়াও উপস্হিত ছিলেন সহসভাপতি সত্যেন্দ্রনাথ সরকার, দুলাল হোসেন, কোষাধ্যক্ষ আফতাজুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সচেতন সমাজ বিনির্মাণে কামারপুকুর নাগরিক ফোরামের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে তিন জন বিশিষ্ট ও সচেতন ব্যক্তিকে সম্মামননা প্রদান করা হয়। সাংবাদিক হিসেবে অন্যায়ের প্রতিবাদ, পেশাগত দায়িত্ব পালনে সততা ও যতেষ্ট ভুমিকা রাখায়- শ্রেষ্ঠ সচেতন সাংবাদিক’২০১৬ সম্মাননা পেয়েছেন নীলফামারীনিউজ২৪ডটকম’র সম্পাদক মোঃ মহিবুল্লাহ্ আকাশ। এছাড়াও আরও সম্মাননা পেয়য়েছেন-নিজের বাল্যবিয়ের প্রতিবাদকারী কামারপুকুর আইসঢাল খিয়ারপাড়া আলিম এন্ড ভকেশনাল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী নুরুন্নাহার ও পিতা-মাতার কাছে জায়গা না পাওয়া সেই নুরুন্নাহারকে নিজ সন্তানের মত নিজের বাসায় আশ্রয় প্রদানকারী ওই মাদ্রাসার অধ্যক্ষ আফজাল-বিন-নাযিরকে।img_3445
এসব সম্মাননা প্রদান শেষে  রংপুর থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কমৃকর্তা বাসুদেব দাস। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারপুকুর নাগরিক ফোরামের সভাপতি মোঃ একরামুল হক প্রমুখ।