সৈয়দপুরে হেরোইন ও ইয়াবাসহ আটক ১

আটক

মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারী \ নীলফামারীর সৈয়দপুরে ১৬৩ পুরিয়া হেরোইন ও ১৭০ পিস ইয়াবাসহ নাদিম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের রেলওয়ে মাঠে মাদক বিক্রির সময় তাকে আটক করা হয়। নাদিম উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের জিয়ার বাজার এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি শহরের ইসলামবাগ বড় মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রেলওয়ে মাঠে পুলিশ অভিযান চালালে এসময় পলিথিনে মোড়ানো ১৬৩ পুরিয়া হেরোইন ও ১৭০ পিস ইয়াবাসহ নাদিমকে আটক করেন।এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।