সৈয়দপুর ও খানজাহান আলী বিমান বন্দর নির্মাণে ভারত সহযোগিতা করতে আগ্রহী

রেজাউর রহমান চৌধুরী; ঢাকা: সৈয়দপুর বিমান বন্দরের উন্নয়ন ও বাগেরহাটে খান জাহান আলী বিমান বন্দর মির্মাণে সহযোগিতা করতে আগ্রহী ভারত। আজ বিকেলে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আজ দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপির সাথে সচিবালয়ে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
হাইকমিশনার বলেন, বিমান চলাচল বৃদ্ধি, বিমান বন্দরের উন্নয়ন এবং পর্যটন শিল্পে সহযোগতার ক্ষেত্রে দুই দেশের একসাথে কাজ করার সুযোগ আছে।
এ ছাড়াও হাইকমিশনার ১৯৬০ সালের স্বাক্ষরিত দুই দেশের এয়ার সার্ভিস এগ্রিমেন্ট (এএসএ) নবায়নের ব্যাপারে গুরুত্বারোপ করেন।
হাই কমিশনারকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী এ সময় মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তিই হলো মহান মুক্তিযুদ্ধ।