সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ শোক প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘তিনি (সৈয়দ আশরাফ) একজন গণমানুষের নেতা ছিলেন। তার নির্বাচনী এলাকাসহ সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অবদান ও সক্রিয় ভূমিকা রয়েছে। বিশিষ্ট এ নেতার মৃত্যুতে বাংলাদেশ একজন বীর মুক্তিযোদ্ধা ও আদর্শবান রাজনীতিককে হারল।’

শফিউল আলম বলেন, মন্ত্রিসভা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।

৬৭ বছর বয়সী সৈয়দ আশরাফ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান।