বিনোদন ডেস্ক : যে কোনো বিষয়ে সাধারণত খোলাখুলি কথা বলতেই পছন্দ করেন অভিনেত্রী সোনম কাপুর। নিজের অতীত, বর্তমান অনেক কথাই বিভিন্ন সময় সংবাদমাধ্যমে জানিয়েছেন তিনি। কিন্তু যখনই প্রেমের বিষয়ে প্রশ্ন করা হয় তখন মুখে কুলুপ এঁটে থাকেন এ অভিনেত্রী।
ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে অনেকদিন থেকেই সোনমের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। একসঙ্গে ছুটি কাটানো অথবা বিভিন্ন জায়গায় প্রায়ই তাদের ঘোরাঘুরি করতে দেখা যায়। কিন্তু তাদের প্রেমের বিষয়ে মুখ খোলেননি তারা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় আনন্দ আহুজা ও সোনম কাপুর। তাই তাদের ঘোরাঘুরির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে থাকেন আনন্দ-সোনম। সম্প্রতি তেমনি একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সোনম কাপুর। ছবিতে কথিত প্রেমিক আনন্দ আহুজার হাতে হাত রেখে পোজ দিয়েছেন এ অভিনেত্রী।
এ ছবি পোস্টের পর থেকেই দুজনের প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে। অনেকেই মনে করছেন, এ ছবির মাধ্যমে তাদের প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন সোনম। প্রশ্ন উঠেছে, তবে কি খুব শিগগিরই প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তারা?