সোনাআত্মসাৎ মামলা কাস্টম কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

 নিজস্ব প্রতিবেদক: ১০ কেজি সোনা আত্মসাৎ মামলায় ঢাকা কাস্টমের পরিদর্শক মজিবুর রহমান সরকারকে ১০ বছর কারাদণ্ড এবং চার কোটি টাকা অর্থদণ্ড করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এ রায় দেন।

রায়ে কাস্টমের এক সহকারী কমিশনারসহ তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মজিবুর রহমান সরকার। আর খালাস পাওয়া ব্যক্তিরা হলেন-কাস্টমের সহকারী কমিশনার (এসি) সালাউদ্দিন রিপন, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ফয়সাল চৌধুরী জীবন ও ইসমাইল হোসেন। এদের মধ্যে ইসমাইল হোসেন শুরু থেকেই পলাতক রয়েছেন।

রায় ঘোষণার সময় অপর তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। আর খালাস পাওয়া সহকারী কমিশনার সালাউদ্দিন রিপনকে সতর্ক করে দিয়েছেন আদালত।

মামলাটি দুদকের পক্ষে পরিচালনা করেন মীর আহমেদ আলী সালাম। তিনি বলেন, তারা এ রায়ে অসন্তুষ্ট। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে বিমানবন্দরের গুদামের কর্মকর্তা ছিলেন কাস্টম পরিদর্শক মজিবুর রহমান সরকার। পরে তাকে রাজশাহীতে বদলি করা হয়। তার পর ওই পদে যোগ দেন খন্দকার গোলাম মর্তুজা। নিয়ম অনুযায়ী বদলি হওয়ার পরপরই কাস্টম হাউসের গুদামের দায়িত্ব নতুন কর্মকর্তাকে বুঝিয়ে দিতে হয়। কিন্তু মজিবুর রহমান তাকে (গোলাম মর্তুজা) কাস্টম হাউসের মালামাল ও চাবি বুঝিয়ে দেননি। এ নিয়ে কর্তৃপক্ষ তাকে একাধিকবার মালামাল ও চাবি বুঝিয়ে দেওয়ার আদেশ দিলেও তিনি তা না মেনে এড়িয়ে যান।

এরপর বিপুল পরিমাণ সোনা ও অলংকার আত্মসাতের ঘটনা সামনে চলে যায়। এরপর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৯৩৮ দশমিক ৪৪ গ্রাম সোনা আত্মসাতের অভিযোগে একটি মামলা করা হয়। মামলায় প্রথমে আসামি করা হয় কাস্টম ইন্সপেক্টর মজিবুর রহমানকে। পরে দুদকের অনুসন্ধান সাপেক্ষে এ মামলায় কাস্টমের সহকারী কমিশনার (ঢাকা) সালাউদ্দিন রিপনকে আসামি করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ মামলায় ফয়সাল চৌধুরী ও ইসমাইল নামের আরও দুই ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়।

তদন্ত শেষে দুদক কর্মকর্তা এস এম আখতার হামিদ ভূঁইয়া এই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।