সোনাইমুড়ীতে মদ-গাঁজাসহ আটক ২

নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৯ বোতল বিদেশি মদ, ১১০ বোতল ফেনসিডিল ও ১৩কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাতে সোনাইমুড়ী পৌরসভার পাপুয়া এলাকার দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাইমুড়ী থানায় মামলা হয়েছে।

আটকরা হলেন- সোনাইমুড়ী উপজেলার ভাভিয়াপাড়ার হাজী বাড়ির আব্দুল করিমের ছেলে রিয়াজুল করিম রায়হান (২৫) ও জগজীবনপুর এলাকার আব্দুল আজিজের ছেলে সাজ্জাদ হসেন রবি (২৫)।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানের অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে সোনাইমুড়ী পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পাপুয়া দুলাল মিয়ার নতুন বাড়ি থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রায়হান ও রবিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ঘর থেকে ২৯ বোতল বিদেশি মদ, ১১০ বোতল ফেনসিডিল ও ১৩কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন দুদু ও সাইফুল ইসলাম পালিয়ে যায়। পলাতক দুই মাদক কারবারিকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আটক এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।