
মো:রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব সোনাখালী আদর্শ যুব সংঘের পক্ষ হতে শেখ মোঃ ইমদাদুল হক সুমন এর উদ্যোগে আয়োজিত ৮ দলিয় মিনিবাড় ফুটবল ম্যাচের ১৫ জুন বৃহস্পতিবার শুভ উদ্বোধন হয়।
উক্ত খেলা উদ্বোধন করেন মাওলানা আব্দুল কাদের সাহেব, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ ৩ নং পুটিখালী ইউনিয়ন শাখা। আরো উপস্থিত থাকেন ৩নং পুটিখালী ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান মোঃ শাহ্চাঁন মিয়া শামীম, মোঃ শাকিল হাওলাদার, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ ৩ নং পুটিখালী ইউনিয়ন এবং আলহাজ্ব মোঃ শাহ্জাহান আলী খাঁন, চেয়ারম্যান ৯নং বলইবুনিয়া ইউনিয়ন, ও খ.ম.লুৎফর রহমান, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ৯নং বলইবুনিয়া ইউনিয়ন ,সহ ৩নং পুটিখালী ইউনিয়নের সন্মানিত ইউপি সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঃ রফিকুল ইসলাম পুটিখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ তামিম (সাগর), মোঃ রুমান শেখ, মোঃ রাকিব হাওঃ, মোঃ রাতুল শেখ ও এস.এম ইমরান। উদ্বোধনী খেলায় পূর্ব সোনাখালী অনির্বাণ ক্লাব ও শ্রেণীখালী ক্লাব অংশ গ্রহন করেন