সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী :
সোনাগাজী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান’র কার্যালয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্বৌধী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড. এম. কামরুল আনাম।
সভায় অারো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আলম, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চর মজলিশপুর ইউনিয়নের এম এ হোসেন, সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: নাছির উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান ফারুক হোসেন, সোনাগাজী মো: ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও মতিগঞ্জ ইউনিয়ন অা’লীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সুনিল রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন প্রমুখ।