সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী।
সন্ত্রাস, জঙ্গীবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদে সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিল অনুৃষ্ঠিত হয়।
সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড. এম কামরুল অানামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল অামিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অাজিজুল হক হিরন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন, পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন আলাউল, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক অাবদুল মান্নান, সদর ইউপি সদস্য খোকন, উপজেলা যুবলীগ নেতা অাকবর ভুঞা, পৌর অা’লীগ নেতা অাবদুল হালিম সোহেল ভুঞা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল হক, সহ সভাপতি আবদুল জলিল, কলেজ ছাত্রলীগের সভাপতি নেয়ামত উল্যাহ, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রমূখ। বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে সোনাগাজী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অা’লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ফেনীতে চলমান শান্তি ও উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র কারীদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।