সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী ( ফেনী) প্রতিনিধি ।
সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রীকে শ্লীলতহানির অভিযোগ উঠেছে সাদেক হোসেন সাদু নামের ষাটোর্ধ্ব বৃদ্ধার বিরুদ্ধে।
ঘটনাটি ২১ নভেম্বর দুপুরে ভোয়াগ গ্রামের কাজী পুকুর পাড় সংলগ্ন স্থানে ঘটে। পালগিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আরিফ ভুঞা জানান, অভিযুক্ত সাদেক হোসেন সাদু দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীদের কটুক্তিমুলক কথাবার্তা বলিয়া লোভ লালসা দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ নিয়ে কয়েকবার এলাকাবাসী তাকে মুছলেকা নিয়ে ছেড়ে দেয় । সোমবার দুপুরে বিদ্যালয় ছুটি শেষে ভিকটিম বাড়ী ফেরার পথে একা পেয়ে তাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে শ্লীলতাহানি করে। ছাত্রীটির চিৎকারে স্থানীয় এলাকাবাসী টের পেয়ে এগিয়ে আসলে লম্পট সাদেক হোসেন পালিয়ে যায়।বিকালে ছাত্রীটির মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজুর রহমান ও পরিচালনা পর্ষদের সভাপতি আরিফ ভুঞার কাছে বিচার চেয়ে লিখিত আবেদন করে। সোমবার রাতে লম্পট সাদেক কে এলাকাবাসী ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সাথে জড়িত থাকার স্বীকার করে।ওই সময় স্থানীয় বখাটে মোশারফ হোসেনের নেতৃত্বে ৫/৬ জন দুর্বৃত্ত লম্পট সাদেকের পক্ষ নিয়ে এলাকাবাসীর উপর হামলা চালায় এবং ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজুর রহমান বিষয়টি মডেল থানার ওসি হুমায়ুন কবির কে অবহিত করলে তিনি এ বিষয়ে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন।