সোনাগাজী প্রতিনিধি-
সোনাগাজী মুহুরি প্রজেক্ট এলাকায় মাছের গাড়ী ডাকাতি কালে ৪ ডাকাতকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে মডেল থানা পুলিশ ওই স্থানে অভিযান চালায়। এসময় মাছের গাড়ী ডাকাতির চেষ্টাকালে সোনাপুর গ্রামের চৌকিদার বাড়ির আবু তাহেরের ছেলে সোহাগ(২৬) ,মিয়াধন মিয়ার ছেলে পমেল(২৫), আব্দুল খালেকের ছেলে সোহেল (২২) ও দুলালের ছেলে শরিফ(২৭)কে অস্রসহ গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২ রামদা উদ্ধার করা হয়। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ধৃতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করে বিজ্ঞ অাদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।