![](https://crimepatrolbd.com/wp-content/uploads/2016/11/received_1811664449102521.jpeg)
সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী।
সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় নোবেল খান জয় (১৩) নামের স্কুল ছাত্র নিহত হয়েছে।
মর্মান্তিক ঘটনাটি মঙ্গলবার সকালে চর ছান্দিয়া ইউনিয়নের জমাদার বাজার সংলগ্ন সড়কে ঘটে। নিহত নোবেল দাসের হাট অার অার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। নিহত জয়ের খালাতো ভাই ছাত্রলীগ নেতা ফারুক হোসেন রাসু জানান ,চর দরবেশ ইউনিয়নের বাসিন্দা আবুধাবী প্রবাসী আওয়ামীলীগ নেতা এম.এম তালেব হোসেনের ছেলে নোবেল খান জয় মঙ্গলবার সকালে জমাদার বাজার থেকে সিএনজি যোগে সোনাগাজী যাওয়ার পথে সিএনজিটি জমাদার বাজার সংলগ্ন আবদুস ছাত্তার মুক্তারের বাড়ীর সামনে পৌঁছলে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় নোবেল গুরতর আহত হলে তাকে চিকিৎসার জন্য প্রথমে সোনাগাজী হাসপাতালে ও পরে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল অালম জানান, অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে জয়ের মৃত্যু হয়েছে।