সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়ী সহ ১২ জনকে গ্রেফতার করেছে সোনাগাজী থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে মডেল থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভাস্থ বাখরিয়া গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে শহীদুল ইসলাম (২৭) মাঈন উদ্দিন (২৫) আলা উদ্দিন (২৫) আলমগীর হোসেন (২২) মোঃ রাকিব (২৫) কে গ্রেফতার করে । এ সময় তাদের থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও টাকা উদ্ধার করা হয়। একই রাতে উপজেলার দক্ষিণ চর ছান্দিয়া গ্রামে অভিযান চালিয়ে পৃথক মামলায় পলাতক আসামী নাছির উদ্দিন (২৮) পালগিরী গ্রাম থেকে কুরবান আলী (৩০) আউরারখিল গ্রাম থেকে মোঃ কামাল (২৫) চর গোপালগাঁও গ্রাম থেকে আবু ইউসুফ মোল্লা (৩৫) কে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে সোমবার দুপুরে পৌর শহরে অভিযান চালিয়ে চরখোয়াজ গ্রামের জাহিদুল ইসলাম ইমরান (২৮) তুলাতলী গ্রামের রনিদাস (২৫) চরগণেশ গ্রামের লাভলু (২২) কে গ্রেফতার করে পুলিশ।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সোমবার দুপুরে ধৃতদের ফেনী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।