সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী।
সোনাগাজীর চরছান্দিয়া গ্রামের পুরাতন সওদাগরহাট সংলগ্ন জয়তুনের বাড়ীর আব্দুল হাইয়ের মালিকীয় জমিতে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে সোনাগাজী থানা পুলিশ।
পুলিশ জানায়, রবিবার বিকালে লাশের গন্ধ পেয়ে এলাকাবাসী জমিতে উপুড় হয়ে পড়ে থাকা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
লাশের অবস্থা দেখে মনে হচ্ছে কয়েকদিন পূর্বে হত্যা করে অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ ঐ স্থানে ফেলে রাখা হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন থেকে ওই এলাকায় স্থানীয় জলদস্যু সর্দার ভাগিনা ও জলদস্যু অালাউদ্দিনের গ্রুপের মধ্যে দ্বন্ধ চলে অাসছে। গত শুক্রবার সন্ধায় ওই এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছিল।