সোনাতলার ঐতিহাসিক ঘোড়দৌড়ে দেখতে হাজারো মানুষের ঢল

আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষের ঢল নেমেছে।

শুক্রবার ২১ জুন বিকেল চারটার দিকে উপজেলার পাকুল্লা ইউনিয়নের উত্তর করমজা গ্রামের শান্ত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জানা যায়, বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুর জেলার প্রায় ১৬টি ঘোড়া নিয়ে ১৬ জন অশ্বরোহী অংশগ্রহণ করেন। গত বৃহস্পতিবার (২০) জুন এবং শুক্রবার (২১) জুন কয়েকটি রাউন্ডে বিভক্ত হয়ে বিজয়ী নির্ধারণ করা হয়।

বিজয়ীরা হলেন জামালপুর জেলার মাদারগঞ্জ এলাকার খালেক, জহুরুল ও সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনার খোকন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পাকুল্লা ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত।

এসময় উপস্থিত ছিলেন চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তারেক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অডিটর আহসান হাবীব জনি, ঠিকাদার শরিফুল ইসলামসহ আরও অনেকে।

এ ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে সন্ধ্যায় বাউল সঙ্গীত ও মেলার আয়োজন করা হয়েছে।