
আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশের অভিযানে আন্তজেলা শীর্ষক গরুচোর মিনাজুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৯ নভেম্বর বগুড়া পুলিশ সুপার নির্দেশনায়, এএসপি শিবগঞ্জ সার্কেল তত্বাবধানে সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান, এসআই নাজিম উদ্দিন, এসআই মোঃ মাহমুদুল হাসান, এএসআই এরশাদ আলী এএসআই আতিকুজ্জামান, সঙ্গীয় ফোর্স কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করেন।
বুধবার দিবারাত্রী বগুড়া জেলার সোনাতলা থানা এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে খুন, ডাকাতি, দস্যুতা, গরু চুরিসহ মোট ১৩ টি মামলা এবং ০৫ টি গ্রেফতারী পরোয়ানার পলাতক কুখ্যাত আসামী, আন্ত জেলা গরু চোরের সর্দার মিনহাজুল(৪৩)কে গ্রেফতার করেন। মিনাজুল উপজেলার বালুয়া ইউনিয়নের কুশারঘোপ গ্রামের মৃত আফতাব এর ছেলে। গ্রেফতারকৃত মিনাজুলকে ১০ নভেম্বর বৃহস্পতিবার পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।