
আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় চোরাই গরুসহ চোর চক্রের ১ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছোট বড় ৮টি গরু উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার এর নির্দেশে সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানের তত্তাবধানে এসআই ইমরান হোসেন, এসআই নাজিম উদ্দিন, এএসআই আতিকুজ্জামান সঙ্গীয় ফোর্স কর্তৃক ২ নভেম্বর বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিষেশ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে উপজেলার কুশারঘোপ গ্রামের মুনছুর আলী বেপারীর ছেলে মিন্টু বেপারী(৫০)কে নিজ বাড়ি থেকে আটটি চোরাই গরুসহ গ্রেফতার করে। ৩ নভেম্বর সকালে চোর চক্রের সদস্যকে পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, উপজেলার দৌলতপুর কুশারঘোপ গ্রামের মুনছুর আলী বেপারীর ছেলে মিন্টু বেপারী(৫০) ‘র বশত বাড়ীতে অজ্ঞাতনামা কয়েকজনের যোগসাজসে অভ্যাসগত ভাবে চোরাই গরু বিক্রয় করার উদ্দেশ্যে লুকিয়ে রেখেছে, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে গরু চোর চক্রের ১ সদস্যসহ ৮টি বিভিন্ন রঙের ছোট বড় চোরাই গরু উদ্ধার করা হয়।
এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিকদের খুঁজে পেলে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।