সোনারগাঁয়ে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা আহত-৫

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের বড়বাড়ী এলাকায় নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রদলের অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন। বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে নারী সহ ৫ জনকে আহত এবং একটি পোল্ট্রি ফার্ম ভাঙচুর করে পানিতে ফেলে দেয়। আহত আইবুর রহমান (৬০) জানান। প্রতিপক্ষ আকাশ মাহমুদ ( শহীদুল্লাহ) সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত ব্যাপারে মামলা চলমান রয়েছে।

বাড়ির পাশে রাস্তা নিয়ে কথা কাটাকাটি হয়। পরের দিন কিছু না বুঝার আগে শহিদুল্লাহ এবং ইব্রাহিম পিতা সালাম মাওলানা, আকাশ মাহমুদ (শহীদুল্লাহ) পি: মৃত মালি মোহাম্মদ ফাইজুল হাসান পিতা-সালাম মাওলানা। অলিউল্লাহ পিতা: মৃত আবু মোহাম্মদ ওবায়দুল্লাহ পিতা -মৃত আবু মোহাম্মদ মিজানুর পিতা-মৃত নূর মোহাম্মদ জাওয়াদ হোসেন পিতা- সালাম মাওলানা কামাল হোসেন পিতা -মৃত আব্দুল ওহাবসহ ৩০ থেকে ৪০ জনের একটি সন্ত্রাসীদল অতর্কিত ভাবে লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে পোল্ট্রি ফার্মে হামলা চালায়। এ সময় বাঁধা দিতে গেলে আইয়ুবুরের স্ত্রী সাফিয়া বেগম (৫২) বোন সুবর্ণা (২০) বেধড়ক মারপিট করে আহত করে। ছোট ছেলে জেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন (২৪) কে স্ত্রী ইভা আক্তার (২২) কে পিটিয়ে আহত করে।

হামলার খবর পেয়ে পুলিশে কর্মরত আইবুর এর বড় ছেলে আতাউর রহমান বাড়িতে আসলে। তাকেও হুমকি ধামকি প্রদান করা হয়। এ বিষয়ে জানতে চাইলে আতাউর রহমান বলেন। আমাদের সাথে জমি সংক্রান্ত বিষয় মামলা চলমান রয়েছে তারা আমার বাবা ভাই বোন ছোট ভাইয়ের স্ত্রী উপর হামলা চালায়। প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। এই ঘটনার মামলার প্রস্তুতি চলছে।