
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।
আজ সোমবার রাত ৮টার দিকে কাঁচপুর শিল্পাঞ্চলের সিনহা ওপেক্স গ্রুপের সুইং সেকশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একযোগে কাজ করে দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ভবনটির ১২ তলার সুইং সেকশনের সুতা, ফেব্রিক্স ও মেশিনারিজ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে একই সেকশনে আগুন লাগে। এক সপ্তাহের ব্যবধানে একই সেকশনে আবার আগুন লাগল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মাসুদুর রহমান আকন্দ জানান, ডেমরা থেকে দুটি ও ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সুইং সেকশনের কোনো যন্ত্রের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
সিনহা ওপেক্স গ্রুপের জেনারেল ম্যানেজার তাজোয়ার হোসেন ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের আগে বলা সম্ভব নয় বলে জানান।