অর্থনৈতিক প্রতিবেদক : ঈদের ছুটিসহ মোট ছয় দিনের ছুটি শেষে গত বৃহস্পতিবার প্রথম কার্যদিবসে সোনালী ব্যাংকে কর্মচাঞ্চল্য ফিরে না এলেও রোববার) পুরোদমে শুরু হয়েছে কার্যক্রম।
রোববার রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান শাখায় সরজমিনে গিয়ে দেখা যায়, নিয়ম মেনে সকাল ১০টায় ব্যাংকের লেনদেন শুরু হয়েছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও স্বাভাবিক।
তবে ব্যাংকে গ্রাহকদের উপস্থিতি ছিল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। কয়েকটি কাউন্টারের সামনে ছোট লাইন দেখা গেলেও কয়েকটি কাউন্টারের সামনে কোন গ্রাহক দেখা যায়নি। ব্যাংকে বড় লেনদেনের তুলনায় ছোট লেনদেনই বেশি হচ্ছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা।
তারা জানান, বেশীরভাগ ব্যাংকারই ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত এক দিন ছুটি নিয়েছিলেন। সব মিলিয়ে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে তারা ফিরেছেন। তাই রোববার পুরোদমে ব্যাংকে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
অনেক ব্যবসায়ী এখনও দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান চালু না করায় ব্যাংকে গ্রাহক সংখ্যা কম। এর ফলে বড় ধরনের লেনদেন হচ্ছে না। এ সপ্তাহের মধ্যেই ক্রমান্বয়ে লেনদেন বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।