
নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাসহ এক বিমানকর্মীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
মঙ্গলবার বিকেলে বিমানবন্দরে রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ০৪০) করে আসা এক যাত্রীকে সোনা চোরাচালানে সহায়তা করার দায়ে ওই বিমানকর্মীকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা আরো জানায়, আটক হওয়া বিমানকর্মীর নাম জাকারিয়া। যাত্রী ও বিমানকর্মীকে জিজ্ঞাসাবাদ চলছে। উভয়ের কাছ থেকে শুল্ক গোয়েন্দার দল এখন পর্যন্ত ৭৩২ গ্রাম সোনা জব্দ করেছে।
এর আগেও বিমানের একজন সুপারভাইজারকে সোনাসহ আটক করেছিল শুল্ক গোয়েন্দা।