
এ খবর বেশ পুরনো মার্কিন মুলুকে নিজের রেঁস্তোরা খুলছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা, আর সেই রেস্টুরেন্টের নাম রেখেছেন ‘সোনা’।
এক বৃবিতিতে প্রিয়াঙ্কা ‘সোনা’র সম্পর্কে জানিয়েছেন, সোনা নিউ ইয়র্কের মাঝে এক টুকরো ভারত, যা দেশে ফেলে আসা সময়ের কথা মনে করাবে আপনাকে’। এই রেঁস্তোরাতে একটি প্রাইভেট ডাইনিং রুম থাকছে, যার নাম ‘মিমি’। উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়ার ডাকনাম মিমি।
এবার ভার্চুয়ালি ‘সোনা’র সঙ্গে পরিচয় করিয়ে দিলেন দেশি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা।
রেঁস্তোরার ইনস্টাগ্রাম পেজে ইতিমধ্যেই সিগনেচার ডিশ-এর তালিকা প্রকাশ করা হয়েছে, এই লোভনীয় খাবারের তালিকা দেখে জিহ্বে জল আসতে বাধ্য। শেফ হরিনায়েকের নিজের স্টাইলে তৈরি ‘কোফতা কোর্মা’, ‘চিলি চীজ নান’-এর মতো পুরোদস্তুর ভারতীয় খাবার মিলবে ‘সোনা’য়।