
জ্যেষ্ঠ প্রতিবেদকঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন।
আগামী সোমবার (১ জুন) বৈঠকটি অনুষ্ঠিত হবে। শনিবার (৩০ মে) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ওইদিন বিকেল ৩টায় মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে কমিশনাররাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন ও করোনা ভাইরাস পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।