নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটারদের মাঝে বিতরণ করা হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড)।
গত ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে স্মার্ট কার্ড বিতরণের কাজ।
রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান থানার ২০ নম্বর ওয়ার্ডের মহাখালী রসুলবাগ (পূর্ব অংশ) সকল পুরুষ ভোটারদের মাঝে আবদুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ থানার ২৮ নম্বর ওয়ার্ডের হরনাথ ঘোষ রোড ও হরনাথ ঘোষ লেন এলাকার সকল নারী ও পুরুষ ভোটারদের সিরাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে।
এ ছাড়া কোতোয়ালি থানার ৩৩ নম্বর ওয়ার্ডের চানখাঁরপুর লেন ও আল নেকি দেউড়ি এলাকার সকল নারী ভোটারদের মাঝে মাজেদ সর্দার কমিউনিটি সেন্টার ক্যাম্পে কার্ড বিতরণ করা হচ্ছে।