নিজস্ব প্রতিবেদক : সোমবার সকাল ৮টা থেকে ট্রেনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
অগ্রিম টিকিট নিতে রোববার গভীর রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ভিড় করেন কমলাপুর রেলস্টেশনে। দীর্ঘ লাইনে অপেক্ষা করতে থাকেন তারা।
রোববার রাতে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, কয়েকশ মানুষ অগ্রিম টিকিটের জন্য জড়ো হয়েছেন। এ সময় লোকজন শুয়ে কিংবা বসে আবার কয়েকজন একত্র হয়ে তাস খেলে সময় পার করছেন।
স্টেশনে কথা হল রাজধানীর শ্যামলী থেকে টিকিট নিতে আসা নেওয়াজ শরীফের সঙ্গে। আগামী ৭ সেপ্টেম্বর চট্রগ্রামে গ্রামের বাড়ি যাবেন ঈদ করতে। তাস খেলা অবস্থায়ই তিনি বলেন, ‘গত ৩/৪ বছর এভাবেই রাত জেগে টিকিট কিনেছি। কষ্ট হলেও টিকিট পাওয়ার পর সব কিছু যেন ভুলে যাই। তখন থেকেই যেন মনের ভেতর ঈদ আনন্দ শুরু হয়ে যায়।’
একই দিনের সুর্বণা এক্সপ্রেসের টিকিটের জন্য ৪ নম্বর লাইনে ছিলেন হাজারীবাগের মন্নাফ করিম। তিনি বলেন, ‘পরিবারের অন্য কেউ নেই যে এভাবে টিকিট কিনবে। এ কারণে নিজেই এসেছি।’
নেওয়াজ, মন্নাফের মতো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কমলাপুর রেলস্টেশন ছুটে এসেছেন টিকিট সংগ্রহ করতে।
স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ‘প্রতিদিন ২১ হাজার অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আজ ৭ তারিখের টিকিট দেওয়া হবে। ৩৪টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। এ ছাড়া সঙ্গে বিভিন্ন লোকাল ট্রেনের টিকিট তো আছেই। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন।’
রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচর্জ (ওসি) আব্দুল মজিদ বলেন, ‘কোনো ধরনের কালোবাজারি হচ্ছে কিনা, তা নজরদারি করতে পুলিশের সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দরা সার্বক্ষণিক কাজ করছেন।’