
সোরিয়াসিস একধরনের অসংক্রামক চর্মরোগ। কিছু উপসর্গ দেখা দিলে আশঙ্কা করতে হবে, আপনার সোরিয়াসিস নামের রোগটি হয়ে থাকতে পারে। এটি একটি জটিল রোগ। নারী-পুরুষ নির্বিশেষে যে কোনো বয়সীরা এ রোগে আক্তান্ত হতে পারে। তবে ত্রিশোর্ধ্বরা বেশি আক্রান্ত হয়। এটি সংক্রামক রোগ নয়, কাজেই সংস্পর্শের মাধ্যমে ছড়ায় না।
মানুষের ত্বকের কোষস্তর প্রতিনিয়ত মারা যায় এবং নতুন করে তৈরি হয়। সোরিয়াসিসে এই কোষ বৃদ্ধির হার অস্বাভাবিক হয়ে ওঠে। যেমন ত্বকের সবচেয়ে গভীরের স্তর থেকে নতুন কেরাটিনোসাইট কোষ ওপরের স্তরে আসতে স্বাভাবিকভাবে সময় নেয় ২৮ দিন, আর এ ক্ষেত্রে তা পাঁচ থেকে সাত দিন। কয়েক মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার জায়গাজুড়ে এই সমস্যা দেখা দেয়। পৃথিবীতে ১ থেকে ২ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত।
এ রোগ নিয়ে মানুষের মনে বিভিন্ন প্রশ্ন রয়েছে। এই কোভিড-পরিস্থিতিতে মানুষের মনে আরও প্রশ্ন ও শঙ্কা দানা বেঁধেছে। আজ আমরা সোরিয়াসিস সম্পর্কে জানব।
সোরিয়াসিস কী?
সোরিয়াসিস খুবই কমন একটি রোগ। কনুইয়ে, হাঁটুতে, মাথার পেছনে চামড়া মোটা হয়ে যায়, লাল হয়ে যায় এবং মাছের আঁশের মতো চামড়া উঠতে থাকে। এগুলো সাধারণ লক্ষণ। কিছু কিছু পরীক্ষা আছে। যেমন আঁশটা যখন আমরা টান দিয়ে সরিয়ে ফেলি, তখন ব্লিডিং স্পট বা ছোট ছোট রক্তের ফোঁটা দেখা যায়। এগুলো দেখেও আমরা সোরিয়াসিস ডায়াগনসিস করি।
চিকিৎসা-
অনেকে বলে, সোরিয়াসিস নাকি ভালো হয় না, স্কিন ডিজিজ নাকি ভালো হয় না; আমরা বলি, কোনও কিছুই ভালো হয় না, শুধু ইনফেকশাস ডিজিজ টাইফয়েড-ম্যালেরিয়া ভালো হয়, বাকি সবই কন্ট্রোলেবল; ডায়াবেটিস কন্ট্রোলেবল, প্রেশার কন্ট্রোলেবল, সোরিয়াসিস অলসো কন্ট্রোলেবল, নট কিউরেবল। আমরা এখন কিউরেবল চিন্তা করছি… আমরা খুব ভালোভাবে সোরিয়াসিস কন্ট্রোল করতে পারি এবং একই সাথে সোরিয়াসিসের যে কমপ্লিকেশনস আছে, জয়েন্ট ড্যামেজ, হার্টের সমস্যা, স্কিনের যে সমস্যাগুলো হয়, দেখতে খারাপ লাগে… ডিপ্রেশন হয়, অনেকে কারও সঙ্গে হ্যান্ডশেকও করতে পারে না; এ ক্ষেত্রে আমরা ভালোভাবে কন্ট্রোল করতে পারি।