নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, “৭ই নভেম্বর আমাদের কাছে, গোটা জাতির কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে, যখন মানুষ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে আছে— সবাই চিন্তা করছে, কী হবে, কী হতে পারে। বাংলাদেশের শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠছে।”
তিনি আরও বলেন,
“যতই সময় যাচ্ছে, ততই পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে।”
বিএনপি মহাসচিবের মতে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।


