সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে শেখ হাসিনা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের যুবলীগের সমাবেশে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে সমাবেশ যোগ দেন তিনি। পরে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে যুবলীগের সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন শেখ হাসিনা।

এর আগে সকাল থেকে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। জুমার নামাজের পর তাদের ঢল নেমেছে। আশপাশের এলাকায় অবস্থান করা নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন মহাসমাবেশে।

আশপাশের এলাকাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্যানের আশপাশে চেকপোস্ট বসিয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রতিটি প্রবেশপথে প্রত্যেককে তল্লাশি করে ঢুকতে দেওয়া হচ্ছে সমাবেশস্থলে।