আন্তর্জাতিক ডেস্ক : ‘সোয়াতের কসাই’ হিসেবে পরিচিত এক তালেবান নেতার মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি সামরিক আদালত। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, তালেবানের প্রাক্তন মুখপাত্র ৬২ বছরের মুসলিম খান ৩১ জন লোককে হত্যা করেছেন। এরা সবাই ছিলেন বেসামরিক নাগরিক ও সেনা সদস্য। সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া যে আট সন্ত্রাসীর মৃত্যুদণ্ড নিশ্চিতের আদেশ দিয়েছিলেন মুসলিম তাদের মধ্যে একজন।
১৯৬০ সালে ছাত্রাবস্থায় বাম রাজনীতিতে জড়িয়ে পড়েন মুসলিম। তবে ১৯৯০ সালে সোয়াত অঞ্চলে তালেবানের প্রভাব ছড়িয়ে পড়লে সম্পূর্ণ বিপরীত মতাদর্শ গ্রহণ করেন তিনি। ২০০৭ সালে তাকে সোয়াত তালেবানের মুখপাত্র করা হয়। ২০০৯ সালের শীতকাল পর্যন্ত তিনি সেই পদ ধরে রেখেছিলেন। সোয়াতে তালেবানের হত্যা, শিরশ্ছেদ ও স্কুল ধ্বংসের নীতি বাস্তবায়নে কঠোর হস্তের কারণে ‘সোয়াতের কসাই’ হিসেবে কুখ্যাতি অর্জন করেন তিনি।
সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধঘোষিত সংগঠনের এই মুখপাত্র নিরাপরাধ বেসামরিক নাগরিকদের হত্যা এবং সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ওপর হামলায় জড়িত ছিল। এসব হামলায় ৩১ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছে। চার সেনা সদস্যকে গলা কেটে হত্যায় জড়িত ছিলেন মুসলিম। এছাড়া মুক্তিপণের দাবিতে দুই চীনা প্রকৌশলী ও এক বেসামরিক নাগরিককে অপহরণ করেছিলেন তিনি। মৃত্যুদণ্ডের আগে সে তার সব অপরাধের কথা স্বীকার করেছে।