সোয়েটার কারখানায় ও শ্রীপুরের একটি চিড়া তৈরির মিলে আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকার একটি সোয়েটার কারখানায় ও শ্রীপুরের একটি চিড়া তৈরির মিলে বুধবার রাতে আগুন লাগে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ছয়দানা এলাকার জেড আর সোয়েটার কারখানার নিচ তলায় নিটিং সেকশনে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে সোয়েটার ও সোয়েটার তৈরি মালামালে পুড়ে গেছে। এতে কেউ আহত হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।

শ্রীপুর ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ পরিদর্শক মো. জিহাদ মিয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুরের মুলাইদ এলাকার ‘খাজা ফুড প্রডাক্ট’ নামে একটি চিড়া তৈরির মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

এতে কেউ আহত হননি। আগুনে চিড়া পুড়ে গেছে এবং চিড়া তৈরির মেশিন ও মিলের ক্ষতি হয়েছে।