সৌদিতে কর্মস্থলে যোগ দিতে টিকা বাধ্যতামূলক

কাজে যোগ দিতে সবার মহামারি করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে সৌদি আরব। শুক্রবার (৭ মে) সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করেছে।

মন্ত্রণালয়ের টুইটারে জানানো হয়, ‘সরকারি, বেসরকারি, দাতব্য কর্মস্থলে যোগ দেওয়ার ক্ষেত্রে নারী ও পুরুষ সবার জন্য বাধ্যতামূলকভাবে করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে হবে।’

এ ছাড়া নিয়োগ কর্তৃপক্ষকে চাকরিরত সবার টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আরও বলা হয়, ‘মন্ত্রণালয় শিগগিরই এই সিদ্ধান্ত এবং তা বাস্তবায়নের সময়সীমার প্রক্রিয়া স্পষ্ট করে জানিয়ে দেবে।’

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী সৌদি আরবে এখন পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ৪৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ৭ হাজার ৫৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন।