সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মো. মোশাররফ হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পশ্চিম ছিলোনীয়া গ্রামের আমিন মিয়ার ছেলে।

রবিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে তিনি দোকানের জন্য ট্রলিতে করে মালামাল নিয়ে আসার পথে আল দোকনা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরিবার সূত্রে জানা যায়, সৌদির আল দোকনার আল কাসিম এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালিয়ে আসছেন মোশাররফ। চার ভাইয়ের মধ্যে তৃতীয় মোশাররফ। ১৮ বছর ধরে সৌদি আরব রয়েছেন। করোনার আগে বাড়িতে এসেছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মোশাররফের মেজো ভাই বেলাল হোসেন বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোশাররফ। তার মরদেহ সরকারি খরচে দেশে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই।