
সৌদি আরবে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ভাইসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির আল কাসিম শহরে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন বাংলাদেশি হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৫) ও মো. পারভেজ (২০) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।
মক্কা প্রবাসী তাজুল ইসলাম আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।