সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১০জন বাংলাদেশি কর্মীর মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর

সচিবালয় প্রতিবেদক : সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জিজান প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১০জন বাংলাদেশি কর্মীর মৃত্যুতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার এক বাণীতে নুরুল ইসলাম বিএসসি এ শোক প্রকাশ করেন।

শোক বাণীতে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, সৌদি আরবে জিজান প্রদেশে ১০ জন বাংলাদেশি কর্মী কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় আমি গভীরভবে শোকাহত। তারা বিদেশে কাজ করে কষ্টার্জিত আয় দিয়ে তাদের পরিবারকে সচ্ছ্বল রেখেছিল এবং দেশের জন্য রেমিট্যান্স প্রেরণ করতো।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি শনিবার সকালে কর্মীরা তাদের আবাসস্থল থেকে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

মন্ত্রী নিহত কর্মীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।